Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় মাইক্রোবাসচালকসহ নিহত ২

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

ট্রাকচাপায় মাইক্রোবাসচালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা-পাবনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। গুরুতর আহত সুমন কুমার দাসও (৪২) একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। যানটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশের ঢাকা-পাবনা মহাসড়কে পৌঁছেলে পাবনাগামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে দুমড়েমুচেড় যায় মাইক্রোবাসটি। একইসঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসচালক মনছুরুল এবং যাত্রী মানিক ও সুমন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মনছুরুল ও মানিককে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

উল্লাপাড়া সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম