|
ফলো করুন |
|
|---|---|
কলেজ ফটকে সুসজ্জিত গাড়ি প্রস্তুত। ভবন থেকে গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষক ও শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর বের হয়ে এলেন এক শিক্ষক। যাচ্ছেন সুসজ্জিত গাড়ির দিকে। এমন সময় দাঁড়িয়ে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা দিচ্ছেন ফুল ছিটিয়ে। পরে সেই গাড়িতে উঠে বসলেন ওই শিক্ষক। করতালি দিয়ে স্বাগত জানালো সবাই। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে পৌঁছে দিল বাড়িতে।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা
আদর্শ কলেজে এ ঘটনা দেখা যায়।
ফুলে সজ্জিত গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া
ওই শিক্ষকের নাম মো. রবিউল হক মিয়া। তিনি আলফাডাঙ্গা আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি অবসরে গেছেন এ শিক্ষক। তার বিদায় সংবর্ধনার
জন্য বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে কলেজটি শিক্ষক ও শিক্ষার্থীরা। এমন ভিন্ন
আয়োজন আবেগাপ্লুত হয়ে যান শিক্ষক রবিউল।
কলেজ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক
রবিউলের জন্য কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতে পাপড়ি ছিটিয়ে
ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস্টসহ বিভিন্ন
উপহার তুলে দেওয়া হয়। শেষে ফুল সজ্জিত গাড়িতে ওই শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে
বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় গাড়ির পিছু পিছু কলেজের সব শিক্ষকরাও মোটরসাইকেলযোগে ওই
শিক্ষকের বাড়ি যান।
শিক্ষক রবিউল হক মিয়া বলেন, আমাকে যে
সম্মান দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। আমি চাই, সবাই
ভালো থাকুক। মাঝে মধ্যে লেখাপড়ার খোঁজ নিতে শিক্ষা প্রতিষ্ঠানে আসবো। সংশ্লিষ্ট সবার
প্রতি আমি কৃতজ্ঞ।
আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম
মুজিবুর রহমান মুজিব বলেন, বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কলেজ কর্তৃপক্ষ ব্যতিক্রমী
এমন আয়োজন করে। আলফাডাঙ্গা উপজেলায় এ প্রথম এমন উৎসব আয়োজনে বিদায় অনুষ্ঠান করা হলো।
প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।
