চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদাবাজির অভিযোগে নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নাটোর জেলা কমিটি শনিবার (১৯ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার (১৯ এপ্রিল) লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামকে স্বীয় পদসহ উপজেলার সব পদ থেকে বহিষ্কার করা হয় এবং স্বেচ্ছাসেবক দলের লালপুর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর আগে, গত মঙ্গলবার আসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন উপজেলার চন্ডিগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আসলাম দলীয় প্রভাব খাটিয়ে এবং পরিচয় দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
