Logo
Logo
×

সারাদেশ

লোকালয় থেকে ধরা মায়াবি হরিণ সংরক্ষিত বনে অবমুক্ত

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

লোকালয় থেকে ধরা মায়াবি হরিণ সংরক্ষিত বনে অবমুক্ত

ভোলার মনপুরার লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার বিকালে উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।

এর আগে একই দিন দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুড় পাড় থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। পরে এদিক ওদিক ছুটাছুটি করে হরিণটি বদিউজ্জামান মাদ্রাসার পুকুর পাড়ে বিশ্রাম করে। স্থানীয়রা হরিণটিকে দেখে বন বিভাগে খবর দিলে পচাকোড়ালিয়া বিটে বনকর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করে।

উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটির বয়স অনেকে। হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।’

মনপুরা মায়াবি হরিণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম