লুকোচুরি খেলতে গিয়ে দুই বোনের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তারা হলো-মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, দুপুরে বাড়ির উঠোনে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফ্রিজটি আগে থেকেই আর্থিংয়ে বিদ্যুতায়িত হয়েছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হবে।
