নন্দীগ্রামে গৃহবধূর পিঠে ছুরিকাঘাত, অল্পের জন্য রক্ষা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহে আরিফ হোসেন নামে এক পাষণ্ড ক্ষিপ্ত হয়ে গৃহবধূ সালমা বেগমের (২৩) পিঠে ছুরি বসিয়ে দিয়েছেন। ছুরি মেরুদণ্ডের সঙ্গে আটকে যাওয়ায় তিনি অল্পের জন্য বেঁচে গেছে।
সোমবার সকালে উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকালে সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই গাজীউল জানান, এক্সরে করার পর চাকুর অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে।
পুলিশ জানায়, আরিফ হোসেন (২৬) নন্দীগ্রাম উপজেলা সদরের ওমরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। আরিফ ও তার বাবার নির্দিষ্ট কোনো পেশা নেই। আরিফের মায়ের ভিক্ষার টাকায় সংসার চলে। আরিফ হোসেন ৫-৬ বছর আগে একই উপজেলার কলেজপাড়ায় শুকুর আলীর মেয়েকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। সংসারে অভাবের কারণে আরিফ ও সালমার মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে সালমা সাংসারিক বিষয়ে কথা বললে আরিফ ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি সালমার পিঠে চাকু বসিয়ে দেন। ক্ষুব্ধ এলাকাবাসী তাড়া করলে আরিফ বাড়ি থেকে পালিয়ে যান। পিঠে আটকে থাকা চাকুসহ রক্তাক্ত মূমুর্ষূ সালমাকে উদ্ধার করে দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়।
বিকালে নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভিকটিমের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছিল। হামলাকারী আরিফ হোসেনকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই গাজীউল জানান, এক্সরে রিপোর্টে দেখা গেছে চাকুটি মেরুদণ্ডের হাড়ের সঙ্গে আটকে আছে। অল্পের জন্য গৃহবধূ বেঁচে গেছেন। চিকিৎসকরা অপারেশন করে চাকুটি বের করার প্রস্তুতি নিচ্ছেন।
