Logo
Logo
×

সারাদেশ

অধ্যক্ষের দুর্নীতি, মৃত্যুর পর ছেলে ও স্ত্রী কারাগারে

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

অধ্যক্ষের দুর্নীতি, মৃত্যুর পর ছেলে ও স্ত্রী কারাগারে

পিরোজপুরের ইন্দুরকানীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরই মধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার ছেলে ও স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী সরকারি কলেজের মরহুম অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদারের স্ত্রী শাহিনারা বেগম ও ছেলে মো. রাকিবকে সোমবার গভীর রাতে ইন্দুরকানী থানা পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, অধ্যক্ষ মনিরুজ্জামান কলেজে কর্মরত থাকাকালে ঝালকাঠি জেলার সাজেদা বেগমকে প্রভাষক পদে চাকরি দেওয়ার কথা বলে ৭ লাখ ১৮ হাজার টাকা নেন। পরবর্তীতে সাজেদা বেগমকে নিয়োগ দেওয়া হয়নি এবং টাকা ফেরত দেননি।

অধ্যক্ষ মারা যাওয়ার পরে সাজেদা বেগম তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফয়সালা না পেয়ে ঝালকাঠি কোর্টে অধ্যক্ষের স্ত্রী ও ছেলের নামে একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

মরহুম অধ্যক্ষ মনিরুজ্জামানের ছেলে রাকিব জানান, আমার বাবা জীবিত থাকাকালে সাজেদা বেগমকে ৫ লাখ টাকা ফেরত দিয়েছেন। আমাদের কাছে রশিদ আছে। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম