দুপচাঁচিয়ায় কেন্দ্র দূরে হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়েছে।
শিক্ষা বোর্ডের নিয়ম উপেক্ষা ও প্রশাসনের অনুমতি ছাড়াই উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় তারা আন্দোলন কর্মসূচি দিবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া উপজেলায় জাহানারা কামরুজ্জামান কলেজ ও দুপচাঁচিয়া মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ দুটি কেন্দ্রে উপজেলার ১০টি কলেজের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে আসছেন।
চলতি বছর নতুন করে আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে কেন্দ্র স্থাপিত হয়েছে। নতুন এ কেন্দ্রে দুপচাঁচিয়া মহিলা কলেজ ছাড়াও বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আশুঞ্জা বানিয়াদীঘি এবি স্কুল ও কলেজ এবং পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার জালাল উদ্দীন আহম্মেদ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে।
দুপচাঁচিয়া মহিলা কলেজটি দুপচাঁচিয়া উপজেলা সদরে, এ কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের চার শতাধিক শিক্ষার্থী রয়েছে।
এ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে আসছে। এ কলেজে জিয়ানগর, গুণাহার, চামরুল ছাড়াও পার্শ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার, কালাইয়ের শিক্ষার্থীরা রয়েছে।
কেন্দ্র স্থানান্তর হওয়ায় এবার তাদের প্রায় ১৫ থেকে ২৫ কিলোমিটার দূরে গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। কেন্দ্র দূরে চলে যাওয়ায় একদিকে সময় অপচয়, অন্যদিকে অনেক শিক্ষার্থীর পরিবহণ খরচ বহনের আর্থিক সচ্ছলতা নেই।
আগামী ২৬ জুন বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো বর্ষা মৌসুমে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ায় ঝড়-বৃষ্টির মধ্যে তাদের দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে।
দুপচাঁচিয়া উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান কলেজ কেন্দ্র পুর্নবহালের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার চিন্তা-ভাবনা করছেন।
দুপচাঁচিয়া মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ জানান, আলতাফনগর শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগে তিনি প্রথমে সমর্থনপত্র দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছেন। পরে কেন্দ্র স্থানান্তরের বিষয়ে তিনি অবগত নন।
দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার জানান, তার কেন্দ্রে দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজ, আলতাফনগর সরকারি শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজ, বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ কলেজ কেন্দ্রে সব সুযোগ-সুবিধা রয়েছে। এখন ১৫ কিলোমিটার দূরে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রে স্থানান্তর হওয়ার বিষয়টি রহস্যজনক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ্ মাহমুদুন্নবী জানান, দুপচাঁচিয়া মহিলা কলেজের শিক্ষার্থীদের আলতাফনগর শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে স্থানীয় প্রশাসনের মতামত নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান জানান, কেন্দ্র স্থানান্তর হওয়ার বিষয়ে তিনি কোনো অনুমতিপত্র প্রদান করেননি। এ বিষয়ে তার কোনো কিছু জানাও নেই।
