Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানেচালক ও রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার দৌলতপুুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রিকশাভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে চা দোকানদার একিন আলী দিনাজপুরের বিরামপুর থেকে খড়ি নিয়ে রিকশাভ্যান যোগে ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে তার চায়ের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে জয়নগর বাজারে সামনে এলে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে রিকশাভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী একিন আলী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আইয়ুব আলীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে পথেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং সহযোগী পলিয়ে গেছেন। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দিনাজপুর ট্রাকচাপা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম