Logo
Logo
×

সারাদেশ

বউ ও প্রেমিকাকে না পেয়ে দুই যুবকের আত্মহত্যা

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম

বউ ও প্রেমিকাকে না পেয়ে দুই যুবকের আত্মহত্যা

নীলফামারীর কিশোরগঞ্জে নববিবাহিত স্ত্রী বাড়িতে না আসায় ও প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেওয়ায় পৃথক স্থানে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দুপুরে ও বুধবার সন্ধ্যায় তারা নিজ বাড়িতেই ফাঁস দেন। 

মৃতরা হলেন- উপজেলার উত্তর চাঁদখানা মুন্সিপাড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে খায়রুল ইসলাম (২৩) ও গাড়াগ্রাম দোলারপাড়ার ছদো মিয়ার ছেলে সুমন ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে ৩ মাস আগে খায়রুলের বিয়ে হয়। সম্প্রতি নববধূ তার বাপের বাড়ি বেড়াতে যান। বুধবার বিকালে স্ত্রীকে বাড়িতে চলে আসার জন্য মোবাইলে খবর দেন খায়রুল। তবে স্ত্রী ফিরতে রাজি না হওয়ায় সন্ধ্যায় নিজ ঘরে রশি দিয়ে ফাঁস দেন খায়রুল। 

অন্যদিকে বুধবার রাতে সুমনের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়। এ খবর জানতে পেরে নিজ ঘরে ফাঁস দেন সুমন।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রেমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম