Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরের এক গ্রামে শুধু একটিই বাড়ি, দেড়শ বছর পর হলো রাস্তা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম

ফরিদপুরের এক গ্রামে শুধু একটিই বাড়ি, দেড়শ বছর পর হলো রাস্তা

ফরিদপুরে মাত্র একটি বাড়ি নিয়েই গঠিত দেশের দ্বিতীয় ছোট গ্রাম বিষ্ণুপুর। মানুষের কাছে বেষ্টপুর বলে পরিচিত। আগে থেকেই গ্রামটি ছোট। লোকসংখ্যা কমতে কমতে এখন একেবারেই ছোট গ্রামে পরিণত হয়েছে। এখন একটি বাড়ি নিয়ে রয়েছে গ্রামটি। এ গ্রামটিতে ছলে মোল্যার একটি পরিবারই বসবাস করেন। এ গ্রামের মোট জনসংখ্যা মাত্র ৩২ জন। 

জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বেষ্টপুর গ্রামটিতে আগে আরও বসতি থাকলেও সবাই গ্রাম ছেড়ে চলে গেছে রাস্তা না থাকায়। ছলে মোল্যার পরিবারটি গত দেড়শ বছর যাবত বসবাস করে আসছেন। বর্ষাকালে নৌকা, ডোঙ্গা, কলাগাছের তৈরি ভেলা দিয়ে বর্ষকালে গ্রামটিতে যেতে হতো।

প্রায় দেড়শ বছর ধরে রাস্তাবিহীন দুর্ভোগ পোহানো এই গ্রামের পরিবারটি পেয়েছে একটি মাটির রাস্তা। বৃহস্পতিবার বেলা ১১টায় গ্রামের অভ্যন্তরে নির্মিত এই নতুন রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং উৎসাহী গ্রামবাসী।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, এই রাস্তা শুধু মাটি দিয়ে নির্মাণ নয়, এটি একটি ইতিহাসের অংশ। দেড়শ বছর ধরে যোগাযোগের জন্য যে কষ্ট মানুষ করেছে, আজ সেই কষ্টের অবসান ঘটল। এ রাস্তা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া বলেন, বিষ্ণুপুর মৌজায়, বিষ্ণুপুর গ্রামে একটি পরিবারই বসবাস করছে। এ রাস্তাটি ছিল ওই পরিবারসহ আশপাশের গ্রামের মানুষের স্বপ্ন। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য গর্বের। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সহযোগিতায় রাস্তাটি করতে পারলাম।

অনুষ্ঠান শেষে আশপাশের গ্রামবাসী আনন্দ-উৎসবে মেতে ওঠেন। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ বলছিলেন, আমরা কখনো ভাবিনি জীবদ্দশায় এই রাস্তা দেখতে পাব। আজকে তা বাস্তব। এই রাস্তা আমাদের স্বপ্নের রাস্তা।

ফারুক মোল্যা জানান, আগে বর্ষাকালে গ্রামের মানুষ নৌকা দিয়ে চলাচল করতেন। জরুরি সময়েও রোগী বহনে কিংবা স্কুলে যাওয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই রাস্তা গ্রাম ও আশপাশের গ্রামবাসীর জন্য যেন নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।

প্রসঙ্গত, প্রায় পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তার নির্মাণকাজ শেষ হয় চলতি মাসের মাঝামাঝি সময়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পে (কাবিখা) সরকারি অর্থায়নে রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম