Logo
Logo
×

সারাদেশ

আড়াই কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১৪ হাজারে

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

আড়াই কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১৪ হাজারে

বরগুনার বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। শুক্রবার সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে খোলা ডাকে ইলিশটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৭৫০ টাকায়। এর আগে ভোরে বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় মাছটি ধরা পড়ে জেলেদের জালে।

স্থানীয়রা জানান, জোয়ারের সময় পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন জেলে। জাল উঠানো শেষ হলে জালে তারা রাজা ইলিশটি দেখতে পান। পরে সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলম ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে নিয়ে গেলে দুই লাখ বিশ হাজার টাকা মণ দাম ধরে খোলা ডাকের মাধ্যমে ১৩ হাজার ৭৫০ টাকায় পাইকার হানিফ মিয়া মাছটি কিনে নেন।

হানিফ মিয়া বলেন, এটি নদীর রাজা ইলিশ মাছ। বলেশ্বর নদীর মাছ খেতে সুস্বাদু। এ নদীর মাছ দেখতে সাদা ও স্বচ্ছ। মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।

পাথরঘাটা ইলিশ বলেশ্বর নদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম