ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক কারাগারে
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
শুক্রবার ওই যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক বাংলাদেশি যুবকের নাম শফিয়ার রহমান (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি অনন্তপুর ক্যাম্পের টহলরত সদস্যরা বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাবপিলার ৪ এর পাশ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে বৃহস্পতিবার রাতে আটক বাংলাদেশি শফিয়ার রহমানকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
