মোটরসাইকেলে বাস আটকে বেঁচে গেছেন ৪০ যাত্রী
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘ইসলাম পরিবহণ’ নামের একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য নদীতে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছে। এতে প্রাণে বেঁচে গেছেন বাসে থাকা অন্তত ৪০ যাত্রী।
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাসটির পেছনের চাকার নিচে দুটি মোটরসাইকেল চাপা পড়লে বাসটি আটকে যায়। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া ঘাট হতে ছেড়ে আসা গোলাম মওলা নামের ফেরিটি দৌলতদিয়া ৭নং ঘাটে ভিড়লে ফেরিতে থাকা যানবাহনগুলো নামতে থাকে। এ সময় গোপালগঞ্জগামী ইসলাম পরিবহণের যাত্রীবাহী বাসটি ঘাটের উঁচু এ্যপ্রোচ সড়ক দিয়ে উপড়ে কিছুটা উঠার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি পেছনের দিকে যেতে থাকলে যাত্রীদের মাঝে আর্তচিৎকার শুরু হয়ে যায়। হঠাৎ বাসটি পন্টুনের একপাশে থাকা দুটি মোটরসাইকেলের উপর উঠে গিয়ে আটকে যায়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল দুটি।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন- মাদারীপুরের মো. মিলন হাওলাদার (৩২) ও ফরিদপুরের আনিছ (৩০)।
এ দুর্ঘটনার কারণে ওই ঘাটে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই রাসেল শেখ বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দায়ী চালকের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসের চাকার নিচে মোটর সাইকেল দুটি না আটকালে বাসটি সরাসরি নদীতে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে তিনি মন্তব্য করেন।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, গোলাম মওলা ফেরি থেকে ইসলাম পরিবহণ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে বাসের নিচে পড়ে আটকে যায়। তা না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
