Logo
Logo
×

সারাদেশ

নারীঘটিত ঘটনায় খাদ্যগুদাম কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ এএম

নারীঘটিত ঘটনায় খাদ্যগুদাম কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি করা হয়েছে। শুক্রবার বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান বিষয়টি নিশ্চিত করেন।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয়ে অভিযোগ উঠে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাটের ক্ষেতলালে যান। সেখানে তিনি একটি নারীঘটিত ঘটনায় জড়িয়ে পড়লে জনগণ তাকে আটক করে। যা অসদাচরণ ও পলায়নের শামিল। ইউসুফ আলীকে সরকারি কর্মচারী বিধিমোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, ইউসুফ আলীর এমন ঘটনা জানাজানি হলে খাদ্য বিভাগে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত ও পাবনা জেলায় বদলি করা হয়েছে।

এ প্রসঙ্গে ইউসুফ আলী তার বদলির কথা স্বীকার করলেও সাময়িক বরখাস্তের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম