Logo
Logo
×

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্র মাটিয়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার আজমীর বেলকুচি পৌর এলাকার চালা সাত রাস্তার মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

স্কুল ছাত্রীর বাবা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে (স্কুলছাত্রী) তার ভাতিজাকে মাদ্রাসায় রাখতে যায়। এ সময় স্থানীয় আজমীর তাকে জোর করে যমুনা নদীর পাশের কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে আজমীর। এ সময় মেয়ের চিৎকার শুনে আমার পুত্রবধূ ঘটনাস্থলে ছুটে যান। তাকে দেখে আজমীর পালিয়ে যান। 

পরে স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলা পরিষদ এলাকা থেকে আজমীরকে আটক করে পিটুনি দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।  খবর দেওয়ার পর পুলিশ এসে আজমীরকে গ্রেফতার করে নিয়ে যায়। 

বেলকুচি থানার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

সিরাজগঞ্জ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম