Logo
Logo
×

সারাদেশ

মহাস্থানে তেলের লরি ছিনতাই, কালাইয়ের ধানখেতে চালক-হেলপার

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

মহাস্থানে তেলের লরি ছিনতাই, কালাইয়ের ধানখেতে চালক-হেলপার

চট্টগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে একটি সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় জয়পুরহাটের কালাইয়ের একটি ধানখেতে ফেলে দিয়ে ওই লরিটি ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, রংপুর সদরের বাবুগঞ্জের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল মালেক ও রংপুর মিঠাপুকুরের ইসলামপুর মণ্ডল গ্রামের নজরুল ইসলাম তেলের লরিতে চালক ও হেলপার হিসেবে থাকতেন।

রোববার চট্টগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে ওভারব্রিজে থেকে নামার পর ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রোববার দিবাগত রাত ১টার দিকে একটি পৃথক ট্রাক দিয়ে গতিরোধ করে। পরে তারা সয়াবিন তেলের লরিতে উঠে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাকটি।

ডাকাত দল রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের দিকে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে মোকমতলা ও জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সরাইলের এলাকার রাস্তার উত্তর দিকের একটি ধানখেতে ফেলে দিয়ে তেলের লরি নিয়ে চলে যায়।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জনগণ ধানখেতে তাদের দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি কালাই থানা পুলিকে জানিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ জনগণের সহায়তায় তাদের উদ্ধার করে। এরপর তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, দুজন ব্যক্তিকে পৌরসভার সরাইলের এলাকার রাস্তার উত্তর দিকের একটি ধানখেতে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম