Logo
Logo
×

সারাদেশ

তেল ওজনে কম দেওয়ায় পেট্রোলপাম্প সিলগালা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

তেল ওজনে কম দেওয়ায় পেট্রোলপাম্প সিলগালা

ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়।

বিএসটিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পটির বিরুদ্ধে আগে থেকেই ওজনে কম দেওয়ার অভিযোগ ছিল ভোক্তাদের। অভিযান চলাকালে অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলি লিটার ও পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলি লিটার কম দেওয়ায় বিষয়টি নজরে আসে। এছাড়া ডিজেলও পরিমাণে কম দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। ফলে ওই ফিলিং স্টেশনের তিনটি ইউনিটই সিলগালা করে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে ফিলিং স্টেশনটির মালিকের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

ফরিদপুর বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন বলেন, ‘এটা আমাদের রুটিন দ্বায়িত্ব। পাম্পটিতে অভিযান চালিয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপ করে ওজনে কম পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে পাম্পটি সিলগালা করা হয়েছে।

 

বোয়ালমারী ফিলিং স্টেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম