Logo
Logo
×

সারাদেশ

নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্মীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ওয়াজেদ (১৭) ধামইরহাট উপজেলার চকচণ্ডী গ্রামের শরিফ উদ্দীনের ছেলে। ১২ বছর আগে তার বাবা-মার মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকে সে নানার বাড়ি থেকে পড়াশোনা করছিল। এ বছর সে পত্মীতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার তার ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি এসে দুপুরে বন্ধুদের সঙ্গে সে আত্রাই নদীতে গোসল করতে যায়। নদীতে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে। নদীর মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার না জানায় ওয়াজেদ পানিতে ডুবে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের খবর দিলে তাকে উদ্ধার করে পত্মীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ওসি পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম