|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর স্ট্যান্ড এলাকায় চালবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা তসলিম মোল্যা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তসলিম (৫৫) মোল্যা শ্রীপুর উপজেলার চতুরিয়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিএনপি নেতা তসলিম মোল্যা মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে ছুটে আসা চাল বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তসলিম মোল্যার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নসিমন চালক মনিরুল ইসলামকে (৪৫) প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদরিস আলি জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
