Logo
Logo
×

সারাদেশ

দিনে-দুপুরে রাস্তা থেকে পল্লী চিকিৎসককে অপহরণ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৩৪ এএম

দিনে-দুপুরে রাস্তা থেকে পল্লী চিকিৎসককে অপহরণ

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে এক পল্লী চিকিৎসককে দিন-দুপুরে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার বিকালে পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে উপজেলার ভাতগ্রামের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে তুলে নিয়ে যায়। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকালে তিনি মোটরসাইকেলযোগে ভাতগ্রাম বাজারে তার দোকানের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। বেধড়ক মারধর করে জোরপূর্বক তাকে অটোরিকশা-ভ্যানে তুলে নিয়ে যায়। 

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের কোনো ব্যবস্থাও নেয়নি। 

 অপহৃতকে উদ্ধারে পুলিশের কোনো ভূমিকা না থাকায় স্বজনরা হতাশ হয়ে পড়েছেন। 

শনিবার সকালে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, পুলিশ অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এ ঘটনায় ওদের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। 

গাইবান্ধা সাদুল্লাপুর পল্লী চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম