Logo
Logo
×

সারাদেশ

নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৩:১৭ পিএম

নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

নিহত শ্রমিকের নাম মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।

ঝালকাঠি থানার ওসি  মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে শহরে কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান মোসলেউদ্দিন। এরপর থেকে তার হদিস মিলছিল না।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। বরিশাল থেকে আনা হয় কোস্টগার্ডের ডুবুরি দল। তাদের দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকাল  ১০টার দিকে পুলিশ লাইনের সামনের নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে ডুবুরি দলের সহযোগিতায় নিখোঁজের লাশ উদ্ধার করা সম্ভব হয়।’

ঝালকাঠি সুগন্ধা নদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম