Logo
Logo
×

সারাদেশ

জামায়াত কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানায় অবস্থান-বিক্ষোভ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫৯ পিএম

জামায়াত কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানায় অবস্থান-বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রামে এক সাংবাদিককে মারপিটের মামলায় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের দুই কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে নেতাকর্মীরা রোববার থানায় গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের শান্ত থাকার অনুরোধ করেন।

গ্রেফতার তিনজন হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, শ্রমিক লীগের সাবেক নেতা আতিকুল ইসলাম ও ছাত্রশিবিরের কর্মী জাকারিয়া ইসলাম।

বর্তমানে আতিকুল ইসলাম জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা ও জাকারিয়া শিবিরের ওয়ার্ড পর্যায়ের সেক্রেটারি।

অভিযোগে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশনে পাশে দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম দুর্বৃত্তদের মারপিটের শিকার হন। এ ব্যাপারে তার মা নাজমা বিবি নন্দীগ্রাম থানায় সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান ও নাজমুল হুদা সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রিধইল গ্রামের জাকারিয়া হোসেন, কৈগাড়ি গ্রামের আতিকুল ইসলাম ও একই গ্রামের আবদুর রহিমকে গ্রেফতার করে। তাদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা রোববার সকালে থানায় আসেন। তারা বিক্ষোভ প্রদর্শন ও প্রায় আড়াই ঘণ্টায় থানায় অবস্থান করেন।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান বলেন, মিথ্যা মামলায় তাদের কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে। এটা জানার জন্য আমরা থানায় গিয়েছিলাম। ওসির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল; তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জামিন করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, আবদুর রহিম সাবেক শিবির কর্মী। তাকে কেন যুবলীগ নেতা বলা হচ্ছে তা বোধগম্য নয়।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু মুসা সরকার জানান, প্রাথমিক তদন্তে নাম পাওয়ায় উল্লিখিত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারের প্রতিবাদে জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন থানায় এসে স্লোগান দিয়েছেন। তারা থানা ঘেরাও করেননি। শুধু গ্রেফতারের কারণ জানতে চেয়েছেন।

বগুড়া জামায়াতে ইসলামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম