Logo
Logo
×

সারাদেশ

হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন, ডোবায় মিলল লাশ

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:০৬ পিএম

হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন, ডোবায় মিলল লাশ

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক মাদকাসক্ত ও হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশের শরীরে বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। 

সোমবার সকালে উপজেলার বল্লা ইউনিয়নের রামপু্র কুকরাইল গ্রামে ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রায়হান ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। নিহত রায়হানের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। 

নিহত রায়হানের স্ত্রী মুন্নি জানান, আমার স্বামী রোববার রাত ২টার দিকে বাড়িতে এসে মুড়ি ভর্তা নিয়ে চলে যায়, সেই সময় সে মদপান অবস্থায় ছিল। 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা রামপুর কুকরাইল গ্রামে ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত রায়হানের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম