খালেদা জিয়ার ভাগনে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ০১:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গঙ্গাচড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ও তারেক রহমানের খালাতো ভাই সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে ডাকবাংলোর সামনে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৭ বছর নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে তুহিন যখন মিথ্যে মামলায় জামিন নিতে আদালতের দ্বারস্থ হন তখনই ফ্যাসিস্ট সরকারের ওৎ পেতে থাকা দোসররা তার জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরন করে।আমরা অনেক ব্যাথিত হয়েছি আদালতের এ আচরনে।অবিলম্বে তুহিনকে মুক্তি দেওয়া নিয়ে ষড়যন্ত্র হলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।
বিক্ষোভ মিছিলটি গঙ্গাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি পার্টি অফিসের সামনে আসলে পথসভায় বক্তব্য রাখেন প্রচারদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন,জাতীয়তাবাদী দল গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি চাঁদ সরকার, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ-সাধারন সম্পাদক আব্দুল বারি বেলাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান লুলু, আপেল মাহমুদ প্রমুখ।
শাহরিন ইসলাম চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। আয়কর ফাঁকির মামলায় ১৭ বছর আগে শাহরিনের জেল–জরিমানা হয়। সম্প্রতি দেশে ফিরে ঢাকার বিশেষ জজ আদালত–৬–এ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
