Logo
Logo
×

সারাদেশ

টর্নেডোর ভয়ংকর দৃশ্য ধরা পড়ল মোবাইলে

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৮:৫২ পিএম

টর্নেডোর ভয়ংকর দৃশ্য ধরা পড়ল মোবাইলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আকাশী বিলে টর্নেডো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে এ ঘটনা ঘটে। টর্নেডোর এ ভয়ংকর দৃশ্য ধরা পড়ল মোবাইলে।

টর্নেডোতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ২ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় কৃষক লোকমান মিয়া বলেন, সকালে আমরা হাওড়ে ধান কাটায় ব্যস্ত ছিলাম। এমন সময় দেখি বাতাস ঘুরতে ঘুরতে আমাদের দিকে আসছে। সামনে যা পাচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভয়ে আমরা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি।

আজমান ভূঁইয়া জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম