Logo
Logo
×

সারাদেশ

দাবি না মানলে ট্রেন অবরোধের ঘোষণা

রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তঃনগর ট্রেন চালুর দাবি

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:০০ পিএম

রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তঃনগর ট্রেন চালুর দাবি

চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি কর্মসূচি পালিত। ছবি: যুগান্তর

রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি আন্তঃনগর সব ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে দল-মত নির্বিশেষে জেলার সর্বস্তরের সংগঠন ও জনসাধারণ অংশ নেয়। এছাড়া সদর হাসপাতাল নার্সিং ইনিস্টিটিউটসহ জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

আরও পড়ুন: মুজিব খুন হওয়ার পর কেন জনগণ মিষ্টি বিতরণ করেছিল, জানালেন বদরুদ্দীন উমর

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন, জেলা সুজনের সভাপতি আসলাম কবির, সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবুল আখতার, চিকিৎসক ইসমাইল হোসেন, মাহফুজ রায়হান, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, সমাজসেবী আব্দুল মজিদ প্রমুখ।

জেলা সুজন’র সম্পাদক এবং রেল আন্দোলনের মূখ্য সমন্বয়ক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল তার বক্তব্যে বনলতা’র পাশাপাশি ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি সব আন্তঃনগর ট্রেন সমূহ রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু, যমুনা রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপন, পুরাতন রেললাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ আধুনিকায়নসহ রেলওয়ের দখলকৃত জমি ও অবৈধভাবে নির্মিত স্থাপনা অনতিবিলম্বে উচ্ছেদ ও দখলমুক্ত করা, ‘রহনপুর রেলওয়ে ষ্টেশন’কে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, আমনুরা নাচোল হয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সময় অনুযায়ী কানেকটিং অথবা কমিউটার ট্রেন চালু, আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের নূন্যতম ৫ (পাঁচ) মিনিটের যাত্রা বিরতি, আমনুরা রেলওয়ে জংশনকে আধুনিক রেলজংশনে রূপান্তর ও রাজধানী ঢাকা থেকে নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত দুই ধারে প্রস্থ সার্ভিস লেনসহ ৬ (ছয়) লেন আধুনিক মহাসড়ক নির্মাণ এই ৮ দফা দাবি তুলে ধরেন।

অন্য বক্তার বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও রহনপুর শুল্ক স্টেশন থেকে সরকার বছরে প্রায় ১৪’শ কোটি টাকা আয় করে থাকে। এই জেলার উৎপাদন ধান, চাল ও আম সারাদেশে সরবরাহ হয়ে থাকে। অথচ একটি মাত্র আন্তঃনগর বনলতা ট্রেন চালু আছে, সেখানে মাত্র ২১০টি সিট বরাদ্দ রয়েছে। অথচ এই জেলায় প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। তাই প্রান্তিক এবং সীমান্তবর্তী এই জেলা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতিসহ সব ট্রেন রাজশাহী পর্যন্ত এসে আবার সেখান থেকে ঢাকা চলে যায়। চাঁপাইনবাবগঞ্জের জনগণকে সেই সব ট্রেনে যেতে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনে উঠতে হয়। তাই বর্তমান অন্তঃর্বর্তী সরকার চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে দাবি করেন বক্তারা।

বক্তারা আরও জানান, আগামী  ১৩ মে’র  মধ্যে ৮ দফা দাবি না মানলে আগামী ১৪ মে বনলতা ট্রেন অবরোধ করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

শেষে নেতৃবৃন্দ সব আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ এবং সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।

 

 

ট্রেন ধূমকেতু চাঁপাইনবাবগঞ্জ স্মারকলিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম