Logo
Logo
×

সারাদেশ

ফুপাশ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৪৭ পিএম

ফুপাশ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

বরিশালের বাকেরগঞ্জে ফুপাশ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে স্বাধীন খান ও আলী হোসেন নামের দুজনকে পুলিশ গ্রেফতার করে।

বুধবার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই রাতেই গৃহবধূর স্বামী ৩ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটককৃত স্বাধীন খান পৌর এলাকার রানা খানের ছেলে। আলী হোসেন পাদ্রীশিবপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর স্বামী জানান, বুধবার তার স্ত্রী নিজ বাড়ি থেকে ফুপাশ্বশুরের বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে সে সেখান থেকে বাড়ি আসার পথে স্বাধীন খান, আলী হোসেন ও নাজমুল মৃধা নামের তিন যুবক তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে অটোতে করে তারা কালীগঞ্জ ঢালী বাড়ির মসজিদের সামনে গৃহবধূকে নামিয়ে চলে যান। বাড়ি গিয়ে বিষয়টি স্বামীকে জানালে থানায় লিখিত অভিযোগ করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরজিৎ বড়ুয়া জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

বরিশাল গৃহবধূ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম