Logo
Logo
×

সারাদেশ

বর আসার আগেই বিয়ে বন্ধ

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:০১ পিএম

বর আসার আগেই বিয়ে বন্ধ

বিয়ের সব আয়োজন সম্পন্ন। রান্নাও শেষ। বর আসার সময় সমাগত। এমন সময় বন্ধ করে দেওয়া হলো বিয়ে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায়।

জানা গেছে, বাল্যবিয়ের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে বাল্যবিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রান্না করা খাবার এতিমদের মধ্যে বিতরণ করেন।

জানা যায়, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসী বরের সঙ্গে রোববার বিয়ের দিন ধার্য হয়। বিয়ে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয় এমনকি রান্নাবান্নাও শেষ।

বর আসার সময় হয়ে এসেছে- এমন সময় বেলা দেড়টার দিকে বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের এ খবর পেয়ে বর ও তাদের লোকজন পালিয়ে গেছে।

এদিকে বরযাত্রী ও মেহমানদের জন্য রান্না করা খাবার জব্দ করে ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় খাবার বিতরণ করেন। চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীটি যাতে সোমবার স্কুলে যায় সেই বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.  ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেই। মেয়ের অভিভাবকদের বলা হয় বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা ও স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। তাছাড়া সে যাতে সোমবার থেকেই স্কুলে যায় তাও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম