Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:৫১ পিএম

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার বেলা ৩টার দিকে নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

নিহতরা হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের পাশে নদীতে গোসলের জন্য নামেন ইব্রাহিম ও ইমরান। এ সময় দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ একসঙ্গে ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।’

উলিপুর ব্রহ্মপুত্র নদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম