Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১০:৫৫ পিএম

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনি গ্রেফতার

বগুড়ায় একাধিক নাশকতার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার সনি (২৫) গ্রেফতার হয়েছেন। পুলিশ বুধবার রাতে তাকে উপজেলার পীরগাছা এলাকা থেকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

গাবতলী থানার ওসি সেরাজুল হক এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ছাত্রলীগ নেতা শাহরিয়ার সনি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাতুলী গ্রামের ফেরদৌস ওয়াহিদের ছেলে। তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে গোপনে খবর পেয়ে তাকে পীরগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি সেরাজুল হক জানান, পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার সনিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনের এমন অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম