|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় একাধিক নাশকতার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার সনি (২৫) গ্রেফতার হয়েছেন। পুলিশ বুধবার রাতে তাকে উপজেলার পীরগাছা এলাকা থেকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গাবতলী থানার ওসি সেরাজুল হক এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, ছাত্রলীগ নেতা শাহরিয়ার সনি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাতুলী গ্রামের ফেরদৌস ওয়াহিদের ছেলে। তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে গোপনে খবর পেয়ে তাকে পীরগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি সেরাজুল হক জানান, পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার সনিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনের এমন অভিযান অব্যাহত থাকবে।
