Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটের আহত জুলাই যোদ্ধারা পেলেন ৭৫ লাখ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৫:৩১ পিএম

জয়পুরহাটের আহত জুলাই যোদ্ধারা পেলেন ৭৫ লাখ

জয়পুরহাট জেলার জুলাই গণঅভ্যুত্থানে আহত সি- ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। তিনি জেলার আহত সি- ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে ৭৫ লাখ টাকার এই অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার তুলসী চন্দ্র রায়। 

আরও বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, জেলার জুলাই যোদ্ধা ইসরাত জাহান ইরাদ ও মিস শরিফা প্রমুখ।

উল্লেখ্য, জয়পুরহাট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি- ক্যাটাগরির মোট ৭৯ জন জুলাই যোদ্ধার মধ্যে শুক্রবার এ অনুষ্ঠানে উপস্থিত ৭৫ জনের প্রত্যেককে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

জুলাই যোদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম