মুরগি ফার্মের কর্মচারীর গলাকাটা লাশ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে আকতারুল হক (৩৫) নামে এক মুরগি ফার্মের কর্মচারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর বল্লা ইউনিয়নের বলদকুড়া চুঙ্গিপাড়া এলাকায় মুরগি ফার্মের ড্রেন থেকে জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আকতারুল হক দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চিরিরবন্দর গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি কালিহাতীর বল্লা দক্ষিণপাড়া মোরশেদ আলমের মুরগি ফার্মে কাজ করতেন।
মুরগি ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি মুরগি ফার্মে কাজ একাই করতেন।
তিনি জানান, রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার মুরগি ফার্মের পেছনের ড্রেনে লাশ পড়ে আছে। এসে দেখেন তার মুরগি ফার্মের কর্মচারী আকতারুল হকের লাশ। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, রোববার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে যেকোনো সময় তাকে জবাই করে হত্যা করে ফেলে গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
