বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদারের বিরুদ্ধে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি খাল ও জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করে আসছে প্রভাবশালীরা।
এরই ধারাবাহিকতায় উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা বাজারে পানিপ্রবাহের জন্য নির্মিত কালভার্টের সামনে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করেন সীমান্তবর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার।
এ বিষয়ে অভিযুক্ত রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার সাংবাদিকদের জানান, আমার সম্পত্তিতে আমি পাকা ভবন নির্মাণ করছি।
বাটরা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পরিতোষ রায় জানান, ভবন উত্তোলনের জায়গা আগৈলঝাড়ার মধ্যে। অনেকে পাকা ভবন করেছে বিধায় অবৈধভাবে অ্যাপোলো তালুকদার পাকা ভবন নির্মাণ করছেন।
আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, সরেজমিন দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
