Logo
Logo
×

সারাদেশ

মদ্যপ অবস্থায় স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

মদ্যপ অবস্থায় স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তারই স্বামী। স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ঘাতক সুমন মিয়া (৫০)।

সোমবার রাত ২ টার দিকে মিরকাদিম পৌরাসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আর ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন।

মৃত মিতু ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। আর সুমন  মিরকাদিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আট মাস আগে মিতুকে বিয়ে করে সুমন। মিতুর এর আগে আরেকটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তার তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে যায়। সোমবার সুমনের বন্ধুরা তাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনেন।

ওইদিন রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ পান করে সুমন। পরে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে এ স্বামী। ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে বিষয়টি জানিয়ে আত্মসমর্পণ করে স্বামী সুমন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিরকাদিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম