Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখানে নিজের ঘরে হাত-পা ও মুখ বাঁধা লাশ

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৮ পিএম

সিরাজদিখানে নিজের ঘরে হাত-পা ও মুখ বাঁধা লাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির শেখ ওই গ্রামের কোরবান আলী শেখের ছেলে। 

তিনি এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। চার মেয়ের মধ্যে একজন বিদেশে ও বাকি তিনজন ঢাকায় থাকেন। 

সকালে ভবনের পানির ট্যাংকে পানি না থাকায় বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগম আমির শেখকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে ভেতরে প্রবেশ করে তিনি রুমের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে এসে পুলিশে খবর দেন। 

নাসিমা বেগম জানান, মঙ্গলবার বিকেলেও বাজার করে বাসায় ঢুকতে দেখেছি। বুধবার সকালে এমন ঘটনা দেখতে হবে ভাবতেই পারিনি।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। 


মুন্সীগঞ্জ পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম