Logo
Logo
×

সারাদেশ

৭ ঘণ্টা পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:৩৬ পিএম

৭ ঘণ্টা পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটে তেলবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত। ছবি: যুগান্তর

জয়পুরহাটে তেলবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে পুনরায় এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার রাত পৌণে ১০টার দিকে সান্তাহার-পার্বতীপুর রেলপথের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। 

বাংলাদেশ রেলওয়ের পরিবহণ বাণিজ্যিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবোঝাই ট্রেন বুধবার রাত পৌনে ১০টার দিকে জয়পুরহাট রেল স্টেশন অতিক্রম করে জয়পুরহাটে ও পাঁচবিবি রেল স্টেশনের মাঝামাঝি পুরানাপৈল এলাকায় পৌঁছালে ওই ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ও পার্বতীপুরগামী লোকালসহ বিভিন্ন ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ক্রেন এনে লাইনচ্যুত ওই বগির চাকা উদ্ধারের পর আজ ভোর ৫টার দিকে এ লাইনে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

জয়পুরহাট বাংলাদেশ রেলওয়ের পরিবহণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম