|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটের বিষ্ণুপুর গ্রামে শাহীন আলম নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা থেকে ভূমিহীন পরিবারের বাড়িঘর উচ্ছেদ করে অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে প্রতিকার পেতে ভ‚মিহীন পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগে বলেন, অভিযুক্ত শাহীন আলম উপজেলার বিষ্ণুপুর গ্রামের আলতাব আলীর ছেলে। তিনি চৌকিবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। বিষ্ণুপুর গ্রামে ৮.৭৯ একর সরকারি সম্পত্তি ও একটি পুকুর আছে। ওই পুকুরের পাড়ে ১০টি ভূমিহীন পরিবার বসবাস করত। প্রায় তিন বছর আগে যুবলীগ নেতা শাহীন আলম দলীয় প্রভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি দখল করেন। এরপর নির্যাতন চালিয়ে ভূমিহীন পরিবারগুলোকে পুকুরের পাড় থেকে উচ্ছেদ করেন। সেখান থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের গাছ বিক্রি করেছেন। তার নির্যাতন উপেক্ষা করে এখনো চারটি পরিবার সেখানে বসবাস করছে। তাদের উচ্ছেদ করতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, তারা গত সরকারের সময় উপজেলা প্রশাসনকে অভিযোগ দিলেও তা অগ্রাহ্য করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুক‚লে থাকায় তারা ১৯ মে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা দখলবাজ যুবলীগ নেতা শাহীন আলমের কাছ থেকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে ভ‚মিহীনদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
যুবলীগ নেতা শাহীন আলম বলেন, ওই সম্পত্তি তার পৈতৃক, যা ভুলে খাস খতিয়ানভুক্ত হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্র ঠিক করে জায়গাটি বুঝে নিয়েছেন। অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করা হয়নি।
