Logo
Logo
×

সারাদেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ-টিন বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৩:১৭ পিএম

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ-টিন বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ ও টিন বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়ের এসব সম্পদ বিক্রিতে কোনো প্রকার অনুমোদন নেননি প্রধান শিক্ষক। এমনকি, টিন ও গাছ বিক্রির টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার দাবি, সবকিছু নিয়ম মেনেই হয়েছে।

ঘটনাটি উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আর অভিযুক্ত ফরিদুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বিদ্যালয়ের দুটি রেইনট্রি কড়ইগাছের ডাল এবং ৯৭টি গ্যালভানাইজড টিন বিক্রি করে দিয়েছেন। এসবের মূল্য প্রায় দুই লাখ টাকা। বিক্রির টাকা বিদ্যালয় ফান্ডে জমা না দিয়ে নিজের পকেট ভারী করেছেন তিনি। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিাযোগ দিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.আশরাফ আলী মন্ডল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘যা কিছু করেছি নিয়ম মাফিক মেনে করা হয়েছে। আমি কোনো নিয়মবহির্ভূত কাজ করিনি।’

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.আশরাফ আলী মন্ডল বলেন, ‘তিনি কোনো প্রকার রেজুলেশন ছাড়াই গছের ডাল ও টিন বিক্রি করেছেন। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।’

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বাদশা বলেন, ‘সরকারি কোনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে পরিষ্কার নিয়ম নীতি রয়েছে। সরকারি সম্পত্তি কাউকে না বলে বিক্রি করা ঠিক হয় নাই। ওই অভিযোগের কাগজে আমিও স্বাক্ষর করেছি।’

উপজেলার সহকারী কর্মকর্তা (এটিও) আব্দুল্লাহ আল মামুন বলেন,  ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালাই ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম