‘একটু বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহনন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
মৃত সজীব, ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নিজেই শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সজীব বাড়ৈ।
রোববার দুপুরে উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শ্মশানে সজীবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ২৪ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ২২ মে অসুস্থ হন তিনি।
মৃত সজীব বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামের সুধীর বাড়ৈর তিন ছেলের মধ্যে মেজো ছেলে। এলাকার বিত্তশালীদের সহযোগিতায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছিল সজীবের পড়াশোনা।
সজীবের রুমমেট সুমন হালদার সাংবাদিকদের বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন। পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। তিনি তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিলেন। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছেন। ক্লাশ ও পরীক্ষায় সজীব খুবই ভয় পেতেন। যে কারণে গত ২২ মে রাতে সজীব ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুঁড়া করে শিরা দিয়ে পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সজীব বাড়ৈ মৃত্যুবরণ করেন।
সুমন হালদার আরও জানান, মারা যাওয়ার আগে সজীব একটি চিরকুটে লিখে গেছেন। এতে লেখা ছিল- ‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ সজীবকে ঢাকায় পাঠানো হয়েছিল।
