জমিতে পুকুর খননে বাধা, যুবদল নেতাদের পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের গুরুদাসপুরে তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননে বাধা দেওয়ায় যুবদলের কয়েক নেতাকে পিটিয়ে জখম করেছেন ছাত্রদলের নেতা ও তার সহযোগীরা। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সুজার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়াঘাটের বাবলাতলার মাঠে তিন ফসলি জমিতে পুকুর খনন করছেন ছাত্রদল নেতা শান্ত। এলাকার কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রিপন সিং, ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমানসহ কয়েক নেতা সেখানে গিয়ে মাটি কাটার এক্সকেভেটর বন্ধ করে দেন।
তারা এক্সকেভেটরের ব্যাটারি খুলে নিয়ে আসেন। পরে তারা সুজার মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এদিকে ঘটনা জানতে পেরে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ও তার সহযোগী নাহিদসহ ১০-১২ জন ওই চায়ের দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই তিনজনকে কুপিয়ে জখম করেন।
এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্তর ফোনে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন সিং বলেন, শান্ত বাবলাতলা গ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন করছেন। এতে পার্শ্ববর্তী অন্তত ৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। কৃষকরা নিষেধ করলেও প্রশাসনের সহযোগিতায় পুকুর খনন করছেন। ওই পুকুর খননে বাধা সৃষ্টি করায় তারা পিস্তলসহ দেশীয় অস্ত্র হাতে দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, নিয়মিত অভিযান চালিয়ে জেল-জরিমানা দেওয়া হচ্ছে। তাদের বিষয়টাও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
