Logo
Logo
×

সারাদেশ

অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:২২ পিএম

অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে মাদ্রাসার ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের মামলায় জয় আহম্মেদ (২৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার অপর একটি ধারায় তাকে আরও ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির সোমবার দুপুরে এ রায় দেন। 

দণ্ডিত জয় আহম্মেদ জেলার ক্ষেতলাল উপজেলার ইকড়গারা উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ ডিসেম্বর দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার একটি মহিলা মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। 

মামলাটির তদন্তের পর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌসুলী অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট ধর্ষণ যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম