Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৮:১৫ পিএম

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে অকালে ঝরে গেল ১২ বছরের এক স্কুলছাত্রের প্রাণ। টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে বেপোরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিয়াদ হোসেন নামে ওই স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় তার সহপাঠী তুহিন হোসেনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রিজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রাম নদীর ওপার সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দুইজনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, তারা দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রিজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে বাইকচালক রিয়াদের মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বন্ধু তুহিন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টাঙ্গাইল মোটরসাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম