Logo
Logo
×

সারাদেশ

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার রাতের কোনো এক সময় তাদের পুশইন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে ১৬ বিজিবির বিবিষন বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্ত এলাকা থেকে আটক করেন।

মঙ্গলবার বিকালে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

আটককৃতদের মধ্যে ৪ পুরুষ, ৬ নারী ও ৭ শিশু রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়।

১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পুশইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম