Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:১৭ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় মো. নাসির হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া এলাকার বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হাওলাদার দপদপিয়া গ্রামের মৃত মো. মোসলেম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় বরিশালগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এরপরেই মোটরসাইকেলচালক পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা আহত মোটরসাইকেল চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ওসি মো আব্দুস সালাম বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নলিছটি দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম