সাবেক স্ত্রীর ভাইয়ের ছুরিকাঘাতে জখম যুবকের অবস্থা সংকটাপন্ন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে সাবেক স্ত্রীর বড় ভাইয়ের ছুরিকাঘাতে সেতাউর রহমান (২৫) নামে এক ব্যক্তি মারাত্মক জখম হয়েছেন।
বুধবার দুপুরে তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়।
আহত সেতাউর পার্শ্ববর্তী চরপাকা ইউনিয়নের চরপাকা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
আহত সেতাউরের ভাই আব্দুস সামাদ জানান, কালুপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে রহিমার সঙ্গে মাত্র একমাস আগে তার ভাই সেতাউরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে সেতাউরের শ্বশুরবাড়ির লোকজন কালুপুর গ্রামে সালিশ ডাকেন। তারা ওই সালিশে যান। সালিশে তালাকের সিদ্ধান্ত হয়। এরপর দেনমোহরের টাকাসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা করেন স্থানীয় মাতবররা। তারা তাৎক্ষণিক টাকা পরিশোধ করে দেন।
সালিশ শেষ হলে তারা দুপুর ১টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় সেতাউরের সাবেক স্ত্রীর বড় ভাই কামরুল এবং নিকটাত্মীয় জাহাঙ্গীর ও আলমসহ ১০-১২ জন সশস্ত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। কামরুল ধারালো ছুরি দিয়ে সেতাউরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেতাউরের মাথার বাম দিকের ওপর থেকে গলার নিচ পর্যন্ত আঘাত করে। এ ঘটনায় তাদের নিকটাত্মীয় সাইদুল (৪০) এবং রোমিও (২৮) নামে দুইজন আহত হয়েছেন।
আব্দুস সামাদ আরও জানান, সেতাউরকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার বিকালে রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ইতোমধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন। বুধবার সকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা সেতাউরকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। দুপুর আড়াইটার দিকে একটি অ্যাম্বুলেন্সে সেতাউরকে নিয়ে তারা ঢাকায় রওনা হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
