Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:১০ পিএম

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

ছবি: যুগান্তর

ফরিদপুরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় তার স্বামী আজাদ ওরফে বাচ্চুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জেলার মধুখালী পৌর এলাকার মৃত মতিয়ার শেখের সেজো মেয়ে শান্তার সঙ্গে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাদবর বাড়ী এলাকার জনৈক আজাদের ২০২২ সালে বিয়ে হয়। 

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী শান্তাকে মারপিট করত তার স্বামী। একপর্যায়ে ২০২২ সালের ২৬ অক্টোবর শান্তাকে বেদম মারপিট করে হত্যার পর একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়। 

পরে শান্তার স্বজনসহ পুলিশ ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার একটি ইটের ভাটার সুপারভাইজারের রুম থেকে শান্তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানান, আদালতের রায়ে তারা খুশি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম