Logo
Logo
×

সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:৪৭ পিএম

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে বিপ্লব আহম্মেদ পিয়াল নামে এক ছাত্রদল নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সদর উপজেলার টেগর রেলগেট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত বিপ্লব আহম্মেদ পিয়াল (৩১) জয়পুরহাট জেলা শহরের ইসলামনগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তিনি জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে বুধবার দুপুরে একদল দুর্বৃত্ত পিয়ালকে তার বাড়ি থেকে ডেকে সদর উপজেলার টেগর রেলগেট এলাকায় নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানানো হয়েছে। মামলার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম