Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার বাঁধে হরিণ শাবক এলো কোথা থেকে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:৫৫ পিএম

বগুড়ার বাঁধে হরিণ শাবক এলো কোথা থেকে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নয়াপাড়া এলাকায় শাহ এয়তেবাড়িয়া মাজারসংলগ্ন নাগর নদের বাঁধে হরিণ শাবক পাওয়া গেছে। এ নিয়ে চলছে জোর আলোচনা। বিষয়টি এখন সবার মুখে মুখে। এলাকাবাসীর প্রশ্ন- কাছাকাছি কোনো বন নেই। তাহলে বাঁধে হরিণ শাবক এলো কোথা থেকে?

বৃহস্পতিবার দুপুরে জিহাদ নামে এক ব্যক্তি হরিণ শাবকটিকে বাড়িতে নিয়ে যান। পরে গ্রামবাসী বিষয়টি দুপচাঁচিয়া বন বিভাগকে অবহিত করেন।

দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে হরিণ শাবকটি জিহাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিহাদ নামে ওই ব্যক্তি জানান, তালোড়া নয়াপাড়া এলাকায় শাহ এয়তেবাড়িয়া মাজারসংলগ্ন নাগর নদের বাঁধে হরিণ শাবকটি শুয়ে ছিল। দুষ্ট লোকেরা ধরে নিয়ে জবাই করে খেতে পারে- এ আশঙ্কায় তিনি শাবকটি নিরাপত্তার জন্য বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে বন বিভাগের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করেছেন।

এলাকাবাসী বলছেন, আশপাশে কোনো বনাঞ্চল নেই। বাড়িতে কেউ হরিণ পোষে- এ তথ্য জানা নেই। তবে বাঁধে হরিণ শাবক এলো কোথা থেকে? তাদের ধারণা, কেউ মানত করায় গোপনে মাজার এলাকায় শাবকটি ছেড়ে দিয়ে যেতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম