কুরবানির গরু কিনে ফেরা হলো না রহিমুলের
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৭:২২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিয়ামতপুরে ধানবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের কোঁচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমুল ইসলাম (৫৫) উপজেলার মানপুর গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে ছেলে দেলোয়ারকে নিয়ে পোরশা উপজেলার মুর্শিদপুর গরু হাটে যায় রহিমুল। সেখান থেকে কুরবানির গরু কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এ বাবা-ছেলে। তারা কোঁচপাড়া-মানপুর সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর বাবা-ছেলেকে বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে নিচে পড়ে। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রহিমুল। স্থানীয়রা আহত দেলোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিয়ামতপুর থানা ওসি হাবিবুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
